ঈদ মোবারক তিনটি অণুগল্প
লিখেছেন লিখেছেন মামুন ০৬ অক্টোবর, ২০১৪, ০১:৩৭:৩৫ রাত
সময়ের হিসেবে আজ আমাদের দেশে পবিত্র ঈদ-উল-আজহা!! প্রিয় টুডে ব্লগের সম্পাদক মহোদয়, মডারেটর প্যানেল এবং প্রিয় ব্লগার ভাই/বোন/ভাগিনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা!! আল্লাহপাক সকলকে সবসময় সহীহ ইসলামী বুঝের উপর রাখুন-আমীন।
আগামীকাল অনেক ব্যস্ত থাকতে হবে। তাই লিখালিখির চর্চাটা এবং পড়াশুনাটা চালু রাখার জন্য তিনটি অণুগল্প এক সাথে পোষ্ট করলাম।
সেই তুমি
*************
পীচ ঢালা পথটিকে পিছনে ফেলে দীর্ঘকায় মানুষটি চা'র দোকানের সামনে এসে থামে। বেঞ্চে কয়েকজন খদ্দের বসে অলস সময় কাটাচ্ছে। সে নিজেও বসে। চা'র অর্ডার দেয়। দোকানদার একবার তাকে দেখে। চা'র কাপটি গরম পানি দিয়ে ধুয়ে নেয়।
তপনের একটা গান বাজছে সিডি প্লেয়ারে। 'ফরেষ্ট হীলে এক দুপুরে'। একটু অবাক হয় লোকটি। আজকাল এরকম গান সচরাচর চা'র দোকানে বাজে না!
একবার ভাবে, 'আচ্ছা, হুমায়রা কেমন আছে এখন? অপেক্ষার প্রহরগুলোতে বিরক্ত হতে হতে ওর ভ্রু-গুলো কি এখনো কুঁচকে থাকে?'
একটু হাসে সে। একটি গান কত স্মৃতি-ই না ধারণ করে রাখে।
অভিসার
************
ছেলেটি মেয়েটির শরীর থেকে বুনো ফুলের ঘ্রাণ পায়।
একটি বুনো ফুলের অনাঘ্রাতা যৌবনকে ওর মুহুর্তেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। কিন্তু মেয়েটির দিকে তাকিয়ে সে শান্ত হয়ে আসে। ওর কপালে ঘামে ভেজা ক’গাছি চুল লেপ্টে আছে... ঠোটের ওপর মুক্তো বিন্দুর মত চিকচিক করছে ঘামে ভেজা ত্বক। দু’ঠোট হালকা ফাঁক হয়ে আছে অস্ফুটে কিছু বলার অপেক্ষায়। এত কিছু ছেলেটিকে সহজেই প্রলুব্ধ করার মত পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি করে দেয়। কিন্তু তবুও সে মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়।
ওর দেহ-মনের সকল বাসনাকে এক পলকে ফ্রিজ করে দেয় একটি অনুভুতি।
ভালবাসি! ভালোবাসি!!
ভালোবাসার অভিসার তো গোপনে হয় না।
আটপৌরে
**************
জীবনটা প্রতিদিন একই রকম। সকালে অফিসের গাড়ীর হর্ন শুনে বাসা থেকে বের হওয়া। জেসমিনের দরোজা বন্ধ করতে এগিয়ে আসা... তাকিয়ে থেকে চোখে চোখে কিছু বলা... কোনো কোনো দিন উপরি হিসেবে যাবার বেলায় অন্য কিছু একটা পাওয়া, যার রেশ সেই ইপিজেড পৌঁছানোর পরেও থেকে যায়। মাঝে মাঝে তো কলিগদের কেউ চেহারার হাসি আর উজ্জলতাটুকু দেখতে পেয়ে চোখ মটকে জিজ্ঞেস করে, ‘কি ব্যাপার ভাই? এতো আনন্দ!’
হ্যা! আনন্দ তো আছেই জীবনে। কিন্তু সেই সাথে দুঃখটাও রয়েছে সমান পরিমাণে। আনন্দটা দেখা যায়। সেটা প্রকাশ করতে হয় না। কিন্তু দুঃখটা? সেটা প্রকাশ না করলে কি বোঝা যায়? তবে অনেকে আছে দুঃখটা বেশী ইনিয়ে বিনিয়ে প্রকাশ করতে ভালবাসে।
দুঃখকে ভালবাসে?
হ্যা, এটা এক ধরণের দুঃখ বিলাস। কারো কারো জন্য।
বিষয়: সাহিত্য
৯৩৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাঁ, এতে চিন্তার খোরাক পাওয়া যায়।
ভালো থাকবেন।
বিলম্বিত ঈদ এসেই গেল-
ঈদ মোবারক
ভালোবাসার অভিসার তো গোপনে হয় না।
গভীর অনুধাবনের বিষয়!
জাযাকাল্লাহ
ঈদ মোবারক!
অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আমাদের তরফ থেকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কে।
আসলেই......
একটি গান, কিছু কথামালা স্মৃতির মহাস্রোত হয়ে ভাসিয়ে নিয়ে যায় প্রিয়দের একান্ত সান্নিধ্যে, অযাচিত ভাবেই সুখের ছোট্ট ময়দায় টা ভিজিয়ে যায় কষ্টের অঝোর বৃষ্টিধারা। এটা দুঃখের সাথে ভালবাসা বা দুঃখ বিলাস নয়..............।
" একটি গান, কিছু কথামালা স্মৃতির মহাস্রোত হয়ে ভাসিয়ে নিয়ে যায় প্রিয়দের একান্ত সান্নিধ্যে, অযাচিত ভাবেই সুখের ছোট্ট ময়দায় টা ভিজিয়ে যায় কষ্টের অঝোর বৃষ্টিধারা। এটা দুঃখের সাথে ভালবাসা বা দুঃখ বিলাস নয় "- বাহ! অনেক সুন্দর বলেছেন।
জাজাকাল্লাহু খাইর।
" একটি গান, কিছু কথামালা স্মৃতির মহাস্রোত হয়ে ভাসিয়ে নিয়ে যায় প্রিয়দের একান্ত সান্নিধ্যে, অযাচিত ভাবেই সুখের ছোট্ট ময়দায় টা ভিজিয়ে যায় কষ্টের অঝোর বৃষ্টিধারা। এটা দুঃখের সাথে ভালবাসা বা দুঃখ বিলাস নয় "- বাহ! অনেক সুন্দর বলেছেন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
ঈদমোবারক।
ঈদ মোবারক।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ।
ভালোলাগার অনুভূতি রেখে গেলেন, খুব ভালো লাগলো, খুশী হলাম।
জাজাকাল্লাহু খাইর।
আলহামদুলিল্লাহ!ভালো কেটেছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
ইনশা আল্লাহ এরপর থেকে 'ছোটদের' সইতে পারার মত করে লিখতে চেষ্টা করব।
অনুভূতি রেখে যাবার জন্য জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন